Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০২৪

সেবা প্রদান প্রতিশ্রুতি

বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)

কোটালীপাড়া, গোপালগঞ্জ ৮১১০

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

www.bapard.gov.bd; e-mail-dgbapard@yahoo.com

সিটিজেনস চার্টার

১. ভিশন ও মিশনঃ

ভিশন: গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পল্লী উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তা।

            মিশন: প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি;

                       দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক বৈষম্য দূরীকরণ;

                       গবেষণার মাধ্যমে কৃষি, শিক্ষা ও ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে নতুন নতুন কৌশল, তত্ত্ব জ্ঞান ও লাগসই প্রযুক্তি উদ্ভাবন করে গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন;

                       কর্মশালা, সেমিনার আয়োজন করে চিরাচরিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আধুনিক ধ্যান ধারণা লাভে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা করা; এবং

                       উপকূলীয় জোয়ার ভাটা ও জলবায়ুর প্রভাব বিবেচনায় রেখে টেকসই উন্নয়নের লক্ষ্যে উন্নত ও আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর।

 

২. সেবা প্রদান প্রতিশ্রুতি

(২.১) নাগরিক সেবা

ক্র:নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গবেষণার জন্য Centre of Excellence এবং সরকারের অন্যতম Focal Point হিসেবে কাজ করা;

 

 

(ক) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য সরকারি ও বেসরকারি  কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ, কর্মশালা/ সেমিনার ইত্যাদি আয়োজন ।

 

(খ) দারিদ্র্য বিমোচনে বিভিন্ন মডেল উদ্ভাবনে চাহিদা অনুযায়ী সরকারি অথবা যে কোন সংস্থাকে সহায়তা প্রদান।

 

 

আবেদন ফরম।

 

একাডেমির গোপালগঞ্জের কোটালীপাড়াস্থ প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ বিভাগ

 

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য

১-৭ দিন

মোহাঃ বোরহানুল হক

মহা-পরিচালক

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০০

e-mail:dgbapard@yahoo.com

২.

প্রশিক্ষণ

(ক) একাডেমির নিজস্ব প্রশিক্ষণ।

(খ) একাডেমি ও আয়োজক সংস্থাসহ যৌথভাবে প্রশিক্ষণ।

(গ) বিভিন্ন সরকারি, বেসরকারি ও প্রকল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ।

আবেদন ফরম।

 

একাডেমির কোটালীপাড়াস্থ প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ বিভাগ

 

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য

বছরব্যাপী (৬মাস,

৩মাস, ১মাস, ২১ দিন, ১৫ দিন, ১০ দিন, ৫দিন, ৩ দিন, ২ দিন ও ১ দিন মেয়াদি)

মোহাঃ বোরহানুল হক

মহা-পরিচালক

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০০

e-mail:dgbapard@yahoo.com

৩.

গবেষণা

(ক) পল্লী উন্নয়ন মডেল উদ্ভাবনের জন্য সরকারি অথবা বেসরকারি অথবা দাতা সংস্থার সহায়তায় গবেষণা পরিচালনা।

(খ) বিভিন্ন সংস্থার চাহিদা মাফিক বিভিন্ন প্রকল্পের প্রভাব নিরূপনে সমীক্ষা পরিচালনা।

(গ) নারী পুরুষের বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, জেন্ডার বিভাজন ভিত্তিক বিশ্লেষণ, অটিজম ও প্রতিবন্ধীতার কারণ বিশ্লেষণ।

(ঘ) উপকূলীয় জোয়ারভাটা ও জলবায়ু প্রভাব বিবেচনায় গবেষণা।

(ঙ) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিষয়ক দেশি বিদেশি শিক্ষার্থীদের গবেষণা কার্য পরিচালনা ও তত্ত্বাবধান।

আবেদন ফরম।

 

একাডেমির কোটালীপাড়াস্থ প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ বিভাগ

 

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য

বছরব্যাপী

মোঃ মাহমুদুন্নবী

পরিচালক (কৃষি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ

ফোন:০২-৪৭৮৮২৪০০২

e-mail: mnabi.bapard@gmail.com

৪.

হোস্টেল সেবা

(ক) সুফলভোগীদের প্রশিক্ষণকালে অবস্থানের জন্য উন্নতমানের ৮০ সজ্জা বিশিষ্ট আবাসন ব্যবস্থা;

(খ) সরকারি /বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণকালে অবস্থানের জন্য  ২৭০ সজ্জা বিশিষ্ট  আবাসন ব্যবস্থা;

(গ) বিদেশী প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক মানের আবাসন ব্যবস্থা;

(ঘ) প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের জন্য আগত দেশি ও বিদেশি অতিথিদের জন্য ১৬ টি আন্তর্জাতিক মানের স্যুটের ব্যবস্থা;

অনলাইনে আবেদন

 

প্রাপ্তিস্থান: https://service.rdcd.gov.bd

এবং

প্রশিক্ষণ বিভাগ

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য

১-৭ দিন

শেখ নাইমুর রহমান

সহকারী পরিচালক (প্রশিক্ষণ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৭;

০১৯১৭৬৩০৭১৬

e-mail: naimur2519@gmail.com

৫.

লাইব্রেরী সেবা

বাপার্ড লাইব্রেরীতে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, অটিজম, জলবায়ু বিষয়ক প্রায় ১৭০০০ গ্রন্থ ও গবেষণা প্রতিবেদন রয়েছে। এখান থেকে প্রশিক্ষণার্থীরা বর্ণিত বিষয়ে জ্ঞান আহরণের সুযোগ পাবেন।

সরাসরি নাম এন্ট্রি করা/

আবেদন ফরম।

 

একাডেমির কোটালীপাড়াস্থ প্রধান কার্যালয়ের লাইব্রেরি

 

বিনামূল্যে

তাৎক্ষণিক

মাহামুদুল হাসান

লাইব্রেরিয়ান

ফোনঃ ০২-৪৭৮৮২৪০১০;

০১৬২৩৩৭৬৭১২

e-mail: mahamudul082@gmail.com

 

 

৬.

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সেবা

বাপার্ড-এ বাপার্ড ল্যাবরেটরি স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখান থেকে বাপার্ড ক্যাম্পাস ও স্থানীয় এলাকার ছাত্র-ছাত্রীদেরকে উন্নত পরিবেশে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়ে থাকে।

বাপার্ড ল্যাবরেটরি স্কুলে ভর্তির আবেদন ফরম।

 

বাপার্ড ল্যাবরেটরি স্কুল

বিধি মোতাবেক

বছরব্যাপী

মাহামুদুল হাসান

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০১০;

০১৬২৩৩৭৬৭১২

e-mail: mahamudul082@gmail.com

৭.

চিকিৎসা সেবা ও পুষ্টি বিষয়ক সেবা

মেডিকেল সেন্টারে সরাসরি উপস্থিতির মাধ্যমে

মেডিকেল সেন্টার

বিনামূল্যে/ নির্ধারিত মূল্যে

তাৎক্ষণিক

ফজিলাতুন্নেছা ইমু

ফোনঃ ০১৮৩৮০৩৪৪৬৪

 

e-mail: emusbmc@gmail.com

৮.

একাডেমির ক্যাটেল রিসার্চ সেন্টারের আওতায় খামারীদের গাভীর কৃত্তিম প্রজনন সেবা

জনসাধারনের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হয়

আবেদন ফরম।

 

 কৃষি,মৎস্য,

প্রাণিসম্পদ বিভাগ

বিনামূল্যে

১-৭ দিন

ডাঃ মোঃ রাফিউল ইসলাম

সহকারী পরিচালক (প্রাণিসম্পদ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৯;

০১৭২৩০১২১২৫

e-mail: rafiul.bapard@gmail.com

৯.

একাডেমির নার্সারিতে উৎপাদিত গুনগত মানসম্পন্ন ফলদ, বনজ, ওষধি ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের চারা সরবরাহ

জনসাধারনের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হয়

আবেদন ফরম।

 

 কৃষি,মৎস্য,

প্রাণিসম্পদ বিভাগ

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য

তাৎক্ষণিক

মোহাম্মদ তোজাম্মেল হক

উপ-পরিচালক (কৃষি)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৩

e-mail: m.t.haqbapard@gmail.com

১০.

ফিস ডিজিজ ক্লিনিকের মাধ্যমে মাছ চাষ বিষয়ক সেবা

মৎস্য চাষীদের সরাসরি সেবা প্রদান

আবেদন ফরম।

 

 কৃষি,মৎস্য,

প্রাণিসম্পদ বিভাগ

বিনামূল্যে

তাৎক্ষণিক

মোঃ মাহমুদুন্নবী

পরিচালক (কৃষি)

ফোন:০২-৪৭৮৮২৪০০২

e-mail: mnabi.bapard@gmail.com

১১.

প্লান্ট ডিজিজ ক্লিনিকের  মাধ্যমে চাষীদের কৃষি   বিষয়ক সেবা প্রদান

কৃষকদের সরাসরি সেবা প্রদান

আবেদন ফরম।

 

 কৃষি,মৎস্য,

প্রাণিসম্পদ বিভাগ

বিনামূল্যে

তাৎক্ষণিক

মোহাম্মদ তোজাম্মেল হক

উপ-পরিচালক (কৃষি)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৩

e-mail: m.t.haqbapard@gmail.com

১২.

বাপার্ড কৃষি পরামর্শ কেন্দ্রের মাধ্যমে চাষীদের কৃষি কাজ সহজীকরণ বিষয়ক সেবা

কৃষকদের সরাসরি সেবা প্রদান

অনলাইনে আবেদন

প্রাপ্তিস্থান: http://service.rdcd.gov.bd

এবং

 কৃষি,মৎস্য,

প্রাণিসম্পদ বিভাগ

বিনামূল্যে

তাৎক্ষণিক

মোঃ শামীম আহমেদ

সহকারী পরিচালক (কৃষি)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৮;

০১৮৭৮৫৭২৪৩০

e-mail: shamimsau71@gmail.com

 

১৩.

স্বল্প খরচে ইনকিউবেটরের মাধ্যমে ডিম হতে বাচ্চা উৎপাদন

খামারীদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হয়

অনলাইনে আবেদন

প্রাপ্তিস্থান: http://service.rdcd.gov.bd

এবং

 কৃষি,মৎস্য,

প্রাণিসম্পদ বিভাগ

বিনামূল্যে

তাৎক্ষণিক

ডাঃ মোঃ রাফিউল ইসলাম

সহকারী পরিচালক (প্রাণিসম্পদ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৯;

০১৭২৩০১২১২৫

e-mail: rafiul.bapard@gmail.com

 

(২.২) প্রাতিষ্ঠানিক সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

ক্যাফেটেরিয়া সেবা

বাপার্ডের একাডেমিক ভবনে ৮০ আসন বিশিষ্ট সাধারন, ৪৮ আসন বিশিষ্ট ভিআইপি এবং হোস্টেল ভবনে ২৮০ আসন বিশিষ্ট সাধারন, ৯০ আসন বিশিষ্ট ভিআইপি ক্যাফেটেরিয়া হতে স্বাস্থ্যসম্মত খাবার সুলভমূল্যে প্রশিক্ষণার্থী ও অতিথিবৃন্দকে পরিবেশন করা হয়

আবেদন ফরম।

 

প্রশিক্ষণ বিভাগ

 

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য

১-৭ দিন

শেখ নাইমুর রহমান

সহকারী পরিচালক (প্রশিক্ষণ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৭;

০১৯১৭৬৩০৭১৬

e-mail: naimur2519@gmail.com

২.

অডিটরিয়াম সেবা

বাপার্ডের ২৬৯ আসন বিশিষ্ট সুসজ্জিত অডিটরিয়াম রয়েছে। এ অডিটরিয়াম থেকে সভা, সেমিনার, কর্মশালা আয়োজনের সেবা প্রদান করা হয়

আবেদন ফরম।

 

প্রশিক্ষণ বিভাগ

 

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য

১-৭ দিন

মোহাম্মদ তোজাম্মেল হক

 উপ-পরিচালক (প্রশিক্ষণ, অঃদাঃ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৩

e-mail: m.t.haqbapard@gmail.com

 

(২.৩) অভ্যন্তরীণ সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

লজিস্টিক সহায়তা প্রদান (অফিস কক্ষ, আসবাব পত্র, কম্পিউটার, যানবাহন ইত্যাদি)

মজুদ থাকা সাপেক্ষে চাহিদা অনুযায়ী প্রদান করা হয়

আবেদন ফরম।

 

প্রশাসন বিভাগ

বিনামূল্যে

মজুদ থাকা সাপেক্ষে ০১ (এক) কার্যদিবস

মোঃ আব্দুল গণি মিনা

উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৪

e-mail: magani577@gmail.com

২.

বিভিন্ন প্রকার ছুটি

ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন

১.অনলাইনে আবেদন

২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র (নৈমত্তিক ছুটি ব্যতীত)

৩. ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (নৈমত্তিক ছুটি ব্যতীত)

প্রাপ্তিস্থান: http://service.rdcd.gov.bd

এবং

প্রশাসন বিভাগ

বিনামূল্যে

দ্রুততার সঙ্গে প্রদান করা হয়।

শাকিলা ইসলাম

সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৬;

০১৯৯৭১৯১০৫৪

e-mail: sislambapard@gmail.com

৩.

কর্মকর্তা-কর্মচারিদের পদোন্নতি

প্রবিধানমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে পদোন্নতি অনুমোদন

১. পদোন্নতির প্রস্তাব

২. পদোন্নতি কমিটির সভার সুপারিশ

৩. বার্ষিক গোপনীয় অনুবেদন

৪. প্রস্তাবের পক্ষে যৌক্তিকতা

৫. ছক অনুযায়ী চাকরি বৃত্তান্ত

 

প্রাপ্তিস্থান: http://www.bapard.gov.bd

এবং

প্রশাসন বিভাগ

বিনামূল্যে

১৫ কর্মদিবস

মোঃ আব্দুল গণি মিনা

উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৪

e-mail: magani577@gmail.com

৪.

কর্মকর্তা-কর্মচারিদের চাকরি স্থায়ীকরণ

প্রবিধানমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে চাকরি স্থায়ী করা হয়

১. সাদা কাগজে আবেদন পত্র

২. নিয়োগপত্রের  ফটোকপি

৩. বাপার্ড চাকরি প্রবিধানমালার সংশ্লিষ্ট অনুচ্ছেদের ফটোকপি

৪. বুনিয়াদি/পেশাগত প্রশিক্ষণ সমাপ্তির সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

 

প্রাপ্তিস্থান: http://www.bapard.gov.bd

এবং

প্রশাসন বিভাগ

বিনামূল্যে

১৫ কর্মদিবস

মোঃ আব্দুল গণি মিনা

উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৪

e-mail: magani577@gmail.com

৫.

পাসপোর্টের জন্য অনাপত্তি প্রদান

সেবা প্রত্যাশীকে পত্র মারফত/ ই-মেইলে জানিয়ে দেওয়া হয়

কাগজপত্র: নির্ধারিত NOC ফরমসহ আবেদন

 

প্রাপ্তিস্থান: http://www.bapard.gov.bd

এবং

প্রশাসন বিভাগ

 

বিনামূল্যে

 কর্মদিবস

মোঃ আব্দুল গণি মিনা

উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৪

e-mail: magani577@gmail.com

৬.

দেশ এবং বিদেশে প্রশিক্ষণে অংশগ্রহণ

মনোনয়ন প্রদান

মনোনয়ন প্রদানের পত্র/অফিস আদেশ

 

প্রাপ্তিস্থান: http://www.bapard.gov.bd

এবং

প্রশিক্ষণ বিভাগ

বিনামূল্যে

সুপারিশ প্রাপ্তির ০২ (দুই) কার্যদিবস

মোহাম্মদ তোজাম্মেল হক

 উপ-পরিচালক (প্রশিক্ষণ, অঃদাঃ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৩

e-mail: m.t.haqbapard@gmail.com

৭.

আইসিটি সেবা

আইসিটি শাখায় চাহিদাপত্র প্রদান

আবেদন ফরম

 

প্রশিক্ষণ,আইটি ও গবেষণা বিভাগ

প্রযোজ্য নয়

০২

কর্মদিবস

মোহাম্মদ তোজাম্মেল হক

 উপ-পরিচালক (প্রশিক্ষণ, অঃদাঃ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৩

e-mail: m.t.haqbapard@gmail.com

৮.

হোস্টেল সেবা

খালি থাকা সাপেক্ষে চাহিদা মোতাবেক প্রদান করা হয়

আবেদন ফরম।

 

প্রশিক্ষণ বিভাগ

 

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য

০১

কর্মদিবস

শেখ নাইমুর রহমান

সহকারী পরিচালক (প্রশিক্ষণ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৭;

০১৯১৭৬৩০৭১৬

e-mail: naimur2519@gmail.com

৯.

কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

তত্ত্বীয় ও ব্যবহারিক

মনোনয়ন প্রদানের পত্র/অফিস আদেশ

 

প্রাপ্তিস্থান: http://www.bapard.gov.bd

এবং

প্রশিক্ষণ বিভাগ

প্রযোজ্য নয়

৭-১০ দিন

মোহাম্মদ তোজাম্মেল হক

 উপ-পরিচালক (প্রশিক্ষণ, অঃদাঃ)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৩

e-mail: m.t.haqbapard@gmail.com

 

৩. অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS)

    সেবা প্রাপ্তিতে অসহযোগিতা পেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

 

ক্রমিক নং

কখন যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিস্পত্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

GRS ফোকাল পয়েন্ট কর্মকর্তা

নাম ও পদবী:

মোহাম্মদ তোজাম্মেল হক

উপ-পরিচালক (কৃষি)

ফোনঃ ০২-৪৭৮৮২৪০০৩

e-mail: m.t.haqbapard@gmail.com

১-২ দিন

 

 

 

 

 

 

GRS ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

জনাব কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী

 পরিচালক (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ)

ফোন: +৮৮-০২- ৬৬৫১২১১-২

মোবাইল নং: +৮৮-1711006869

ই-মেইল: pdbapard@gmail.com

 

১-২ দিন

 

৪. আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রমিক নং

প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়;

(১)

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান;

(২)

সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা;

(৩)

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা।

 

 
   
   
   

 

সিটিজেন চার্টার

 

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon